• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৬ | মার্চ ২০১৭ | কবিতা
    Share
  • শোক : সহেলী মজুমদার ব্যানার্জী


    দুঃসময় দুঃস্বপ্ন যেন
    গভীর রাত চেতনায়
    ছেয়ে যায় আস্তে আস্তে -
    স্তব্ধ হয়ে আসে চারপাশ
    অনুভূতিরা বুঁদ হয়ে আসে -
    সময়ের ঘেরাটোপে বন্দী
    তবু ক্লান্তি নামে শরীরে
    ঘুম নেমে আসে দু চোখে
    দুঃসময় দুঃস্বপ্ন হয়ে আসে -
    শোক জড়ানো সকাল
    বাসী কাপড়ের মতো
    সঙ্গীহীন দিন বড় দীর্ঘ
    বড় নিঃসঙ্গ লাগে -
    টুকরো টুকরো ছবি
    ছড়িয়ে পড়ে সারা ঘরে
    ঘুম নেমে আসে দু চোখে
    দুঃসময় দুঃস্বপ্ন হয়ে আসে -



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ পৃথা কুণ্ডু
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments