• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬২ | মার্চ ২০১৬ | কবিতা
    Share
  • অপেক্ষা : চিরন্তন কুণ্ডু


    অপেক্ষা

    হলুদ দরজা থেকে ফিরে আসছি ।
    অন্যপাশে তোমার পৃথিবী তালাবন্ধ পড়ে আছে ।
    দূরে গেছ, আমি তাই
    তোমাকে না লেখা চিঠি ছিঁড়ে ফেলি রাস্তায় রাস্তায়

    যদি কোনোদিন ফেরো — দূর জন্মান্তরে
    এসব টুকরো থেকে পথ খুঁজে নিও

    কুয়াশা পেরিয়ে
    ছাদের কোণায় দেখো তোমার নিশান
    কাঠের জানলা জুড়ে ভাঙা চাঁদ ঝুলিয়ে রেখেছি
    কতদিন

    অপেক্ষায় দোষ নেই ।
    নেতাজি আসবে বলে বসে আছি একশো বছর


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments