• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬২ | মার্চ ২০১৬ | কবিতা
    Share
  • মহীনের ঘোড়া মহেঞ্জোদড়োয় : সুপূর্ণা সিংহ


    মহীনের ঘোড়া
    ঘুরে বেড়ায় মহেঞ্জোদড়োয়
    সে একা বহু হাজার বছরের সাক্ষী
    তার বক্র শিং আকাশভেদী
    গলার হাড়গুলি মালায় গাঁথা।
    চারপাশে ছড়ানো রহস্যময়
    অক্ষরগুলি ইতিহাসের
    ধোঁয়াটে পর্দার আড়ালে
    উঁকি-ঝুঁকি মারে...
    মহীনের ঘোড়াটি
    একা ঘুরে বেড়ায়
    ইতিহাসের লাল মাটির
    ধূলায় পদচিহ্ন ফেলে...


    অলংকরণ (Artwork) : মাটির প্রতিকৃতিঃ লেখক
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments