• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬০ | আগস্ট ২০১৫ | কবিতা
    Share
  • পশ্চিমবঙ্গ : নিরু


    সবুজ তার মলিন পুরু ধূলায়
    তবু সে ফুল ফোটায় বসন্তে, অপেক্ষায় -
    বৃষ্টিতে ধুয়ে যাবে রক্তের দাগ, ধুলো সব,
    চেনা মানুষ কথা বলবে আবার চেনা ভাষায় !

    আধবোজা চোখে বাঙালি অর্ধসত্য দেখে বাকিটা কল্পনার।
    রাস্তার পাশে কয়েকটা ফুলগাছ জানে আসল খুনি কে,
    এভাবে চললে আর কিছুদিন -
    হয়ত গাছেরাও ফুল ফোটাবেনা আর!


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments