• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬০ | আগস্ট ২০১৫ | কবিতা
    Share
  • শীত বসন্তের গান : পিনাকী ঠাকুর


    শীত বসন্তের হারিয়ে যাওয়া গান
    এখনও লেগে আছে পাড়ার চোখেমুখে
    হঠাৎ একদিন বিস্ফোরণ!

    হাতের সামনেই অস্ত্র কারখানা
    সবাই দেখে আসে বোমা বা পিস্তল
    ওই তো এসে গেছে পুলিস ভ্যান

    অঞ্জু মারা পড়ে, আহত সাত জন ...
    মিডিয়া নিয়মিত খবর করে আসে

    পাড়ার মোড় থেকে হঠাৎ উড়ে এসে

    শীত বসন্তের গানেরা চলে যায়, কোথায়? কোন্‌দেশে? গানেরা চলে যায় ...


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments