• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৮ | নভেম্বর ২০১৪ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • বোধন : চিরন্তন কুণ্ডু




    চার ভাইবোন
    দিনরাত্তির
    ঘরের মধ্যে
    ধুন্ধুমার -
    পড়ছে উড়ছে
    নালিশ জুড়ছে
    ঘুম ছুটে যায়
    দুর্গামা'র।
    হাল ছেড়ে মা
    বলেন - বরং
    মামার বাড়িই
    কদিন চল,
    মণ্ডপে বোস
    শান্ত সুবোধ
    যৎকিঞ্চিৎ
    ঠাঁইবদল ।

    বয়েই গেছে
    শুনতে তাদের,
    মূর্তি থেকে
    বেরিয়ে
    ঢ্যাংকুড়কুড়
    দস্যির দল
    যায় আলপথ
    পেরিয়ে।
    এই আমাদের
    মায়ের বাড়ি
    এই আমাদের
    পৃথিবী
    ও মা আসিস
    ভালোবাসিস
    এর বেশি আর
    কী দিবি -



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments