• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৮ | নভেম্বর ২০১৪ | কবিতা
    Share
  • বৃষ্টিভোরের পাখি(সূচিপত্র) : ইন্দ্রাণী মুখোপাধ্যায়


    উত্তাপ রোদের গায়ে অপরাহ্ন নেমে এল দেখো
    আজ তো গানের দিন, সান্ধ্য রাগে ফুটেছে পূরবী
    এখনই তো এইসব আদরের ভাষা
    ক্রমশঃ গভীর হয়—সন্তর্পণে রেখে আসে আলো

    খুব সামান্যেই, দেখো, জল ঝরে ঝরে গেল
    অজর মাটির বুকে... বন্ধুর চেয়েও কিছু বেশি মমতায়
    জড়ালো শীতবাতাস, তপ্ত দিনটিকে

    আজ কিছু অজান্তেই নৌকাটিকে শিয়রে রেখেছি,
    আর একপা দুইপা করে শালিখটি বৃষ্টি গুনেছে


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments