• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৬ | মার্চ ২০১৪ | কবিতা
    Share
  • যতদিন আসবে না ভোর(কামদুনি-র মেয়েটির মৃত্যু মনে রেখে) : বিভাস রায়চৌধুরী


    ছিঁড়ে যেতে যেতে আর
    মুছে যেতে যেতে
    ওই
        মেয়েটি গোঙায়!

    আমাকে নীরব দেখে
    সমস্ত কবিতা মরে যায়...

    সব শব্দ শেষ হলে
    বুক জুড়ে ভেঙে পড়ে
                      ভূমি...
    আমার প্রেমিকা, শোনো,
    আমি তো পারিনি,
    যতদিন আসবে না ভোর
                  মৃতদেহ আগ্‌লে রাখো তুমি!


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)