• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৫ | অক্টোবর ২০১৩ | কবিতা
    Share
  • সময় মাপা : শতভিষা মুখোপাধ্যায়


    সময় মাপা কঠিন কাজ। পরমাণুর কম্পন সময়ের হিসাব রাখে। যেমন রাখে অবিরাম ঘুরে চলা চেনা অচেনা চাঁদ, সূর্য, তারা। সৃষ্টির প্রথম মুহূর্তের মহাজাগতিক রশ্মি। সুপুরি গাছের বলয়। ফুটে ওঠা ডিম, কিম্বা প্রতিটি জীবকোষ।             তেমনই দশটি বছর মাপলাম তোমার না থাকা দিয়ে।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)