• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৩ | ফেব্রুয়ারি ২০১৩ | কবিতা
    Share
  • খেজুরে গপ্পো : অরুণিমা ভট্টাচার্য্য


    দোহারা গা,
    কাঁটার মুকুটে
    ভরা সংসার

    বাঁজা শরীরেও
    জ্যোৎস্না চোঁয়ায়,
    রস নামে

    চাঁদ-চুমুক জল,
    আদুরে হাওয়ায়
    কালো মৌতাত

    আগুন নিভে যায়!


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ লেখক
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)