• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫১ | জুন ২০১২ | চিঠি
    Share
  • চিঠিপত্র :

    Feedbacks on other sections:

    Translation Section
    Rabindranath section
    Buddhadeva Bose section
    Satyajit section
    Shakti section
    Jibanananda section

    সুনন্দ কুমার সান্যালের গল্প "উত্তরসূরি"

    I was in Jadavpur Unversity from '69 thru '74. I could relate with this story personally during my time at J.U. Mr Sanyal is an excellent story-teller with unique perspective of that period. I am so glad to discover him just by chance thru this magazine.

    Bires Biswas (biresb...@yaho...)


    A wonderful authentic story. Thank you Mr. Sanyal.

    Partha Ghosh (ghos...@t-onlin....)


    ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রার ভ্রমণকাহিনি "প্রস্তরনগরী পেট্রা"

    অসাধারণ লাগল, যেমন প্রতিবারেই লাগে। ছন্দাদি বারে বারে আমাদের মুগ্ধ করেন, ওনার স্পট সিলেকশনগুলিও অসাধারণ। সালাম জানাই।

    দীপঙ্কর চৌধুরী (cdp...@rediffmail....)


    কৌশিক ভাদুড়ীর গল্প "রঘুপতির চাদর"

    এই রচনাটির অবস্থান আধুনিক প্রথাগত 'ছোটো গল্প' সংজ্ঞার বৃত্তের বাইরে বলে আমার মনে হয়। কিন্তু এতে এক অন্য স্বাদ পাওয়া যায়। মনোজগতের প্রক্ষিপ্ত ভাবনার আলোক-দ্যূতি লক্ষ করা যাচ্ছে। বিভিন্ন বিষয়ে লেখকের জ্ঞানের গভীরতাও লক্ষণীয়। তবে 'গল্পের' সাহিত্যরস তেমনভাবে ঠিক পেলাম না।

    অমিতাভ দাশগুপ্ত (samra...@rediffm...)


    দেবদত্ত জোয়ারদারের গল্প "আড়ি"

    এক কথায় অনবদ্য। অনেকদিন পর এমন লেখা পড়লাম। কেমন জানি মনে হল মানুষদের দেশে এসে উপস্থিত হয়েছি। ঐ জাতটা যে এখনও বেঁচে আছে ভুলেই গিয়েছিলাম।

    দেবদত্ত-বাবু, আপনার যত গল্প পড়েছি তার মধ্যে এটাই শ্রেষ্ঠ। অন্তত আমার কাছে। আমার প্রায় চোখে জল এসে গিয়েছিল। কিছুটা আপনার লেখার গুণে, কিছুটা স্মৃতির মিছিলে। এমন গল্প কেন লেখেন না? আমি শক্ত জিনিস বুঝিনা। এত আনন্দ ও দুঃখ একসঙ্গে বহুকাল পাইনি। আপনার মত লেখক আরও আরও অনেক জন্মাক। নইলে সব prize আপনি একাই পেয়ে যাবেন!!

    দীপংকর দাশগুপ্ত (d.dasgu...@gmai...)


    সুমিতা চক্রবর্তীর "অমিয় চক্রবর্তীর তৃতীয় রাশিয়া ভ্রমণ "

    রবীন্দ্রনাথের "রাশিয়ার চিঠি" আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বি,এ ক্লাসে পড়েছি। আমি যখন সেখানে পড়তাম তখন সুমিতা-দিদিমণি আমাদের বিভাগীয় প্রধান ছিলেন। যাই হোক, রাশিয়ায় রবীন্দ্রনাথের সহযাত্রী যে অমিয় চক্রবর্তী ছিলেন তা জানতাম, কিন্তু বাকি তথ্য জানতাম না। রবীন্দ্রনাথের ছত্রছায়ায় অমিয় চক্রবর্তী প্রায় আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করার জন্যে সুমিতা-দিদিমণিকে অসংখ্য ধন্যবাদ।

    বুদ্ধদেব দে, সহকারী শিক্ষক (buddhadev...@gmai...)


    অনন্যা দাশের গল্প "জন্মদিন"

    খুব ভালো লাগল। থ্যাংক ইয়্যু।

    সংহিতা (tupur...@gmai...)


    দিবাকর ভট্টাচার্যের গল্প "অমলিন কথামালা হইয়া"

    সুন্দর লাগলো!

    কৌশিক ভাদুড়ী (kausikb...@gmai...)


    সুব্রত সরকারের গল্প "পিসিমণির হারমোনিয়াম"

    Nicely written. Liked the comic nuisances presented in this story.

    Jaydeep Sinha (jaydeep.s...@hotma...)


    রাহুল মজুমদারের ভ্রমণ-কাহিনি "প্রকৃতির খোলাখাম, চারখোল কোলাখাম"

    রাহুল মজুমদারের আঁকা স্কেচ ও ভাষার অপূর্ব শৈলীর সমন্বয়টি সত্যিই বিরল ও মুগ্ধকারী।

    কৌশিক ভাদুড়ী (kausikb...@gmai...)


    দেবজ্যোতি ভট্টাচার্যের ধারাবাহিক উপন্যাস "যাত্রী"

    কর্মসূত্রে চেন্নাই-এ থাকতে থাকতে যখন হাঁপিয়ে উঠছিলাম, ঠিক সেইসময় নেট সার্চ করতে গিয়ে 'পরবাস' এর খোঁজ পাই এবং যাত্রী পড়তে শুরু করি। কেমন করে যেন মনটা ভীষণ রকম ভালো হয়ে গেল। অসাধারণ লিখছেন দেবজ্যোতি ভট্টাচার্য। লেখকের কাছে অনুরোধ এই হারিয়ে যাওয়া গান এর অডিও ক্লিপিংস কি উনি পরবাস সাইটে দিতে পারবেন?

    অনিল বেরা (anilber...@yaho...)

    সম্পাদকের উত্তর: সৌভাগ্য যে, দিতে পারছি--পরবাস সম্পাদককে লেখা দেবজ্যোতিবাবুর চিঠির অংশও এখানে প্রাসঙ্গিকঃ "... ফিল্ডওয়ার্ক চলছে গোরভাঙার মনসুরের আখড়া থেকে শুরু করে আড়ংঘাটায় নিম্বার্ক সম্প্রদায়ের মঠ কিংবা বাংলাদেশ সীমান্তের অষ্টসখীর নাচের রাতব্যাপী আসরে। এই অষ্টসখীর নাচের আসরের বেশ কিছু ভিডিও রেকর্ডিং করা হয়েছে। তার কিছু স্যাম্পল এইখানে দেখতে পারেন--"
        

    আমরা আশা করছি ভবিষ্যতে এই বিষয়ে আরো কিছু যোগ করা যাবে পরবাস-এর পাতায়।

    দেবজ্যোতিবাবু আরও জানাচ্ছেন: অনিল বেরা মহাশয়ের রিভিউটা পড়লাম। ওঁকে ধন্যবাদ। একটা কথা -- এগুলো মোটেই হারিয়ে যাওয়া গান নয়। গ্রাম বাংলার জনতার মধ্যে দিব্যি বহাল তবিয়তে বর্তমান। হারিয়ে যাচ্ছে যেটা সেটা হল নগরজীবনে বন্দি আপনার আমার মতো মানুষজনদের সঙ্গে এই সব গণশিল্পের যোগসূত্রের শিকড়বাকড়। তাকে খুঁজে বের করবার দায়িত্বও তাই আমাদেরই ওপরে।


    সম্পূর্ণ উপন্যাসটি পড়ার একান্ত ইচ্ছে। কিন্তু কি ভাবে সম্ভব? অসাধারণ নির্মাণ - অজান্তেই টেনে নিয়ে যায় কোথায়। এমন লেখা ইদানিং পড়ি নি।

    শ্রাবণী দাশগুপ্ত (sraban...@gmai...)

    আপাতত যা প্রকাশিত হয়েছে তা পরবাস-এই পড়া যাবে। প্রথম কিস্তি এইখানে। এটি এবং পরবর্তী সব কিস্তির লেখার শেষে পরের কিস্তির "লিংক" দেওয়া আছে। ফন্ট-এর জন্যে অসুবিধা হলে এইখানে দেখুন। -- সম্পাদক

    তৃষ্ণা বসাক-এর গল্প "বিভ্রম কাহিনী"

    সুন্দর গল্প। তৃষ্ণা বসাকের লেখনীর সাথে পরিচিত ছিলাম। আরো একবার মুগ্ধ হলাম। টান টান গদ্য আর অপূর্ব ভাষা! "নারকোলের ছাঁই"-এর মুগ্ধতায় আছি। তৃষ্ণাকে ধন্যবাদ। ওর কলম আরো সবাক হোক।

    আইজাক সাহা (isaacs...@gmai...)


    অনন্যা দাশ-এর গল্প "বুবুনের বড়ো হওয়া"

    খুব সুন্দর লাগলো । ছোট ছোট ছেলেদের ছোট ছোট জীবনে ছোট ছোট কাহিনিও যে মজার হতে পারে, এ গল্গ পড়ার আগে মনে হয়নি । এরকম গল্প আরও অনেক পড়তে চাই ।

    বুবুন রাণা (jagadisr...@gmai...)


    কমলিকা চক্রবর্তীর কবিতা "অসম্পূর্ণ"

    ছোট্ট--সুন্দর। শেষ লাইন মন ছুঁয়ে গেল।

    মহুল বসু (mahu_...@gmai...)


    রুচিরার গল্প "আউটসোর্স"

    গল্পের পটভূমিকা নির্বাচন এবং ঘটনা পরম্পরার বিন্যাস বিশেষ মুন্সিয়ানার সাক্ষ্য রাখে। ভালো লাগলো।

    কৌশিক ভাদুড়ী (kausikb...@gmai...)


    ভালো লেগেছে গল্পটি, থিম এবং প্রেজেন্টেশন দুটোই সুন্দর, তবে মেধার স্বগতোক্তিগুলি আই মিন ওর নিজের ভিতরের কথাগুলি আরেকটু পাঞ্চড হলে আরো ভালো লাগতো, বাট ওভার অল সুন্দর, শুভেচ্ছা নেবেন।

    গৌতম দাস (gautamma_...@sify...)


    ভালো লাগলো--সুন্দর।

    শ্রাবণী দাশগুপ্ত (srabanil_...@gmai...)


    হাসান জাহিদ-এর গল্প "কোনো এক জলকন্যা"

    ভালো লাগলো...চিরকালের ত্রিকোণ প্রেমের দক্ষ পরিবেশনা।

    শ্রাবণী দাশগুপ্ত (srabanil_...@gmai...)


    পিনাকী ঠাকুরের দু'টি কবিতা

    পিনাকী ঠাকুর একটি নিজস্ব ঘরানায় কবিতা লেখেন। তাঁর কবিতা আমাদের মোহিত করে। মনে হয়, এ সবই যেন জীবনের পাতা থেকে তুলে আনা প্রতিচ্ছবি। শব্দচয়ন, ব্যঞ্জনা, বিশেষণ ব্যবহার এবং পারিপার্শ্বিকতায় আছে সৃষ্টির উল্লাস। কবিকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা সহ--

    দেবাশিস কোনার (debashisk...@gma...)


    অপূর্ব...

    শ্রাবণী দাশগুপ্ত (srabanil_...@gmai...)


    কৌশিক সেন-এর গল্প "আরো কিছুক্ষণ"

    সুন্দর...খুব সাবধানে সহানুভূতি নিয়ে আঁকা হয়েছে একটি আদ্যন্ত স্পর্শকাতর বিষয়...শেষ অংশ অস্বস্তি ও দ্বিধায় রাখে পাঠককে। তবে আমার মনে হয়েছে, শুরুর অংশ কিছু কম হতে পারত...আর বিদেশি শব্দের ব্যবহারও (কথোপকথন ছাড়া)!! চমৎকার।

    শ্রাবণী দাশগুপ্ত (srabanil_...@gmai...)


    অরুণিমা ভট্টাচার্য্যের কবিতা "কাছিম-কাহিনি"

    Excellent presentation with a good dose of pragmatism and subtlety.

    Princess (rajrani...@yaho...)


    ভীষণ ভালো লেগেছে--একটা কোথায় যেন কষ্ট লুকিয়ে আছে।

    প্রিয়া সাহা (dips_p...@yah...)


    গৌতম দাস-এর গল্প "চল-চল-চল স্মৃতির অতলে চল"

    Too good. After a long time reading such beautiful writing. Thanks for publishing.

    Amitava Majumder (am...@sanmarg...)


    The One Liner is exellent but the best part for me is the way of story telling & the "incompleteness" or the framing of the sentences. Only one word that I thought "inappropriate"--of course as per my point of view--is the word "Torjoni". I thought it could have been told with the same ease as the writer has explained evrything else. The rest is truly awesome. I look forward to more from him.

    Tuhin Bhadra (tuhin.li...@gmai...)


    সুনন্দ কুমার সান্যালের কবিতা "আবোলতাবোল ইচ্ছে"

    খুব ভালো লেগেছে...ইচ্ছেগুলো!

    অরুণিমা (Arunim...@yaho...)


    শ্রাবণী দাশগুপ্তর গল্প "অভিমুখ"

    শক্তিশালী লেখা। পড়তে পড়তে, একজন সাধারণ পাঠক হিসেবে বারবার মনে হচ্ছিল, এঁর কাছে যত বড় কাজ আশা করতে পারি আগামিতে, এ লেখা তার মুখবন্ধমাত্র। লেখককে ধন্যবাদ ও অভিনন্দন।

    দেবজ্যোতি ভট্টাচার্য (debjyoti.b...@gmai...)


    অসামান্য ভাষাবয়ন। মুগ্ধ হলাম। অন্য এক জগতের বুনন। অপার্থিব কোথাও বা।

    যশোধরা রায়চৌধুরী (yashodha...@gmai...)


    শ্রাবণী সেন দাশগুপ্তর গল্পটি খুব ভালো লেগেছে। গল্পটি আমার মনে যে অনুরণন সৃষ্টি করেছে তা না-জানিয়ে পারলাম না। এই লেখিকার আরো গল্প পড়তে চাই। অনেক শুভেচ্ছা সহ।

    শম্পা গুহ মজুমদার (sampaguha...@hotm...)


    কেমন যেন বুকের ভিতর শিরশির করে উঠলো--"হে আত্মবিস্মৃত অমৃতের সন্তানসকল! ফেরো, এখনও হয়তো সময় চলে যায়নি।"--ওই অমোঘ কথাগুলো কেমন যেন কাঁপুনি ধরিয়ে দিলো। উফ্‌...ঘোর লেগে আছে এখনো।

    শ্রী খান (মৈত্র) (sree.m...@gmai...)


    শ্রাবণীর গল্প আমার ভালো লাগলো। এঁর গল্প আগেও পড়েছি, এবং ভালো লেগেছে। আমি মনে করি, ইনি এই সময়কার একজন শক্তিশালী ও সাহসী লেখক। গল্পের বিষয়-ভাবনা ও আঙ্গিক, দুইই আমাকে মুগ্ধ করে। লেখককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

    কাজল সেন (senka_...@gmai...)


    ভালো লাগলো এমন লেখা পড়ে। সাহিত্যে শিক্ষিত লোকেরা আনন্দ পাবেন এমন লেখা পড়ে।

    কৌস্তূভ ভট্টাচার্য (bhattacharya.k...@gmai...)


    স্বপনকুমার ঘোষ-এর ধারাবাহিক কিশোর উপন্যাস "মেঘকেতন"

    Friends, this story has become very interesting now! In this 2nd episode, the brave young prince has reached his ground of reckoning, well, almost!

    He started by visiting the neighbouring kingdom of Padmanabhapur and seeking the blessings of the royal couple. One may recall, it is the princess of this kingdom who is the fiancee of the prince and who now is the captive of the demon-king Vajra. They too are a formidable duo, much like his own parents. The king is a master of the chakra, the cutting disc, as well as the mace. The queen excels in driving chariots, conch-blowing and in the use of the "lasso". Needless to say, both are benevolent rulers and patrons of arts.

    King Padmanabha details the journey to the land of the demons which is far-off, across the orchards, the table- land, over the mighty river, through the dense forest and amid high mountains.

    The prince sets out on the challenging journey but has no clue as how exactly to reach there. Then, in a flash of genius, he discovers a hidden map in the ornate and articulate letter of challenge by the demon-king.

    Then onwards the journey is narrated in great detail and flourish. We learn with a shock that the prince's stallion is suddenly taken by a lion and he is unable to save it. We also learn about his fine survival skills as he catches fishes and forages fruits. He can't shoot a deer because it is too beautiful! He mends the broken leg of one of the baby deer. The prince is also saved by the skin of his teeth from the falling boulders.

    At one stage he discovers that most of his weapons, and his food, have vanished! Yet he finally arrives in a hidden place of some sort, exquisitely decorated!

    The readers are left with much anticipation, again, as it was at the end of the first episode. Plus their expectations would have surely gone up, because the story is becoming intriguing as well as a great pleasure to read. The descriptions are detailed and varied. The language is tight with fine craftwork of the choice of words and phrases and the multiple meanings. For example, the three weapons that the aforementioned royal couple use are actually the three very weapons of the Great Lord Vishnu! Plus the queen is called Kamala, and her abducted daughter is Kamalini! Both the names depict the flower of lotus, which incidentally is the fourth accompaniment of Vishnu! There are lots of possibilities opening up in the story including the 4 royal personage, the baby deer, the stealing of weapons etc!

    The whole narrative is full of little gems like this. My only worry is if the future episodes would really be able to do full justice to the first two. Because, as I said, the anticipation is acute and we shall not be satisfied anything short of a masterpiece!!

    Partha Choudhury (choud...@yah...)


    প্রবুদ্ধ বাগচী-র সমালোচনাঃ ক্ষিতিমোহন সেন-এর "রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন"

    প্রবুদ্ধ বাগচীর লেখার মধ্যে এমন একটি ভারসাম্য আছে যা পাঠকের মনোযোগ আকর্ষণ করে। এই অপরিসর সমালোচনাটুকুর মধ্যে তিনি ক্ষিতিমোহন ও রবীন্দ্রনাথ সম্বন্ধে বেশ কিছু উল্লেখযোগ্য কথা বলেছেন। আমার এই লেখাটি পড়ে ভালো লেগেছে। প্রবুদ্ধবাবুকে প্রীতি ও অভিনন্দন জানাই।

    প্রসূন দাশগুপ্ত (prasunda...@gmai...)


    সুবীর বোস-এর গল্প "জামানত"

    গল্পের প্লটটা দারুণ। কলেজ জীবনে যারা ইউনিয়ান না-করেও সেটাকে খুব কাছ থেকে দেখেছে তাদের মধ্যে আমি একজন। তাই প্রতিটা ঘটনা চোখের সামনে সত্যি হয়ে উঠছিল। ছোট গল্প হলেও শেষটা মনে হল হঠাৎ করে হল। গল্পটা যদি একটু ক্লু বা হিন্ট দিয়ে শেষ হত মনে হয় আরও জমত। মোটের উপর উপভোগ করলাম। শুভেচ্ছা...

    উল্কা (omanish...@gmai...)


    অরুণ কাঞ্জিলাল-এর গল্প "ছাতিম-গন্ধা"

    বেশ লেখা--বিশ্বাস-অবিশ্বাসের সীমায়। ভালো লাগলো।

    শ্রাবণী দাশগুপ্ত (srabanil_...@gmai...)


    খুব ভালো লাগলো গল্পটা পড়ে।

    সায়ন্তনী (indro...@yah...)


    যশোধরা রায়চৌধুরী-র কবিতা "কালারফুল বিবর্ণতা"

    আঙ্গিকটা নতুন, ভালো লাগলো। তবে, "বিবর্ণতা যা কিছু নতুন তাকে ঘাঁটে, দেখে, নেয়," লাইনটিতে "দেখে"-র পরে কমা-টা হবে না...উপমা খুব সুন্দর...ক্যাপসিকাম আসলে আমাদের সমগ্র জীবনের বিবর্ণতার আচ্ছাদন হিসেবে ঢেকে আছে।

    বুদ্ধদেব কুণ্ডল (Buddhadevk...@gmai...)


    মাহফুজ পারভেজ-এর কবিতা "চন্দ্রাবতী"

    স্বপ্নের মতো সুন্দর!

    ছন্দা বিউট্রা (bew...@creigh......)


    (আগের চিঠিপত্র)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments