• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫১ | জুন ২০১২ | কবিতা
    Share
  • অসম্পূর্ণ : কমলিকা চক্রবর্তী


    আমার প্রতিটা কাজের আড়ালে
    অস্বচ্ছ চিন্তার স্বচ্ছ যুক্তি খেলা করে।
    প্রতিটা প্রতিবাদী দৌড়ের আড়ালে
    ছড়ানো ক্ষোভ জমাট বাঁধে।
    আমার সব অসম্পূর্ণতার আড়ালে
    সম্পূর্ণতার বোধ গ্রাস করে।
    তখন আমার ঘুমিয়ে পড়া
    দাঁত-নখেরা ফন্দি আঁটে।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)