'পরবাস'এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের সম্প্রতি প্রকাশিত কিছু নতুন বই (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো) ও অন্যান্য খবর:
— যাত্রী উপন্যাস এবং পরবাসে প্রকাশিত আরো নানা গল্পের লেখক দেবজ্যোতি ভট্টাচার্য ২৬-শে ডিসেম্বর নৈহাটি উৎসবে নিজের লেখা পাঠ করবেন। ২৫-৩১ ডিসেম্বর অবধি নৈহাটির রেলওয়ে ময়দানে বইমেলা প্রাঙ্গণে বিকেল চারটা থেকে সাতটা পর্যন্ত নানা বিষয়ে বক্তৃতা ও আলোচনায় অংশ গ্রহণ করবেন অনেকে। উৎসাহীদের যোগদান করতে কর্তৃপক্ষ আমন্ত্রণ জানাচ্ছেন।
— চিরন্তন কুণ্ডুর ঝাঁকিদর্শন বোধহয় এক সম্পূর্ণ বাংলা লেখা যা প্রথম আন্তর্জালে viral হয়ে গিয়েছিলো। এই লেখাটি সম্প্রতি ইণ্ডিয়ানার পার্ডু ইউনিভার্সিটির অর্পণ কুশারী কালীপূজো উপলক্ষ্যে তাঁর সঙ্গীদের নিয়ে সাফল্যের সঙ্গে শ্রুতিনাটক হিসেবে পরিবেশন করেছেন। বেশ কিছুদিন আগেও এটি শিকাগোতে একটি নাট্যরূপে পরিবেশিত হয়েছিলো।
— রাতপাখি (*)-- আইভি চট্টোপাধ্যায়ের ছোটোগল্পের সংকলন।
— কলাম্বিয়া ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়েছে Hindu widow remarriage: An epochal work of social reform from colonial India by Isvarchandra Vidyasagar. অনুবাদ করেছেন ব্রায়ান হ্যাচার।
— ২০১১ সাল থেকে স্বর্গত গায়ত্রী গামার্শ-এর স্মরণে নিউ জার্সি থেকে একটি নতুন সাহিত্য পুরস্কার প্রচলিত হয়েছে। বস্টনের 'লেখনী' গ্রুপের গৌরী দত্ত এই বছর প্রথম পুরস্কারটি পেয়েছেন। তাঁকে অভিনন্দন। বিশেষ আনন্দের কথা, নিশির ডাক এবং ভয়, যে গল্প দু'টির জন্যে তিনি এই পুরস্কার পেয়েছেন, সে দু'টি পরবাস-এই প্রকাশিত হয়েছে।
এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।