• Parabaas
  Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
 • পরবাস | সংখ্যা ৪৯ | অক্টোবর ২০১১ | কবিতা
  Share
 • কারাগার : হিন্দোল ভট্টাচার্য


  বন্দি বাঘ, রোঁয়া তার লেগে আছে গরাদের গায়ে।
  এখনও হয়নি শেষ নিভৃত নরকযাত্রা তার;
  মাথার উপরে কোনও আকাশের ছায়ায় ছায়ায়
  গর্জন উঠবে না জেগে, কেউ নেই গর্জন শোনার।

  সামান্য মেঝের মাটি খুঁড়তে খুঁড়তে থাবায় ক্লান্তির
  শেষ দীর্ঘনিঃশ্বাসটুকু পড়ে আছে খড়কুটোর মতো,--
  কোথায় দক্ষিণরায়, কোথায় বনের মধ্যে পীর
  চুপচাপ মৌ-শিকার, হৃদয়ে সে গভীর আহত।

  এই যে আঘাত, এর মা-বাপ কেউ কোথাও নেই।
  অনিশ্চিত বুলেটের শীর্ষদেশে যে চেতনা থাকে
  তারই সে চাকর আজ, রিংমাস্টারের মারেই
  নিঃশেষিত হয়ে যায় যে আজ বাঁচাতে চায় তাকে।

  একটুকরো আলো নেই, সে জানে সে জঙ্গলের লোক।
  মনের সান্ত্বনা এই, সবই আজ অভিশপ্ত হোক।


  অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
 • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
 • মন্তব্য জমা দিন / Make a comment
 • (?)