• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৯ | অক্টোবর ২০১১ | কবিতা
    Share
  • জন্মই মৃত্যুর ছাড়পত্র : মফিজুল ইসলাম খান


    বুলেটের খেলা হবে শুনলে সরে পড়ো
    সংগোপনে আজরাইলের পদচারণকেও
    দিতে চাও ফাঁকি বিপ্লবের মোহন কোকিল
    মৃত্যুকে এতো ভয় কেনো শোননি
                             জন্মই মৃত্যুর ছাড়পত্র ।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments