• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৮ | মে ২০১১ | কবিতা
    Share
  • পান্থজন : কালীকৃষ্ণ গুহ


    শান্তি চেয়েছ তুমি
    কর্মপ্রান্তে এসে
    বিদায় নিয়েছ বোবার
    ধর্মপান্থ তুমি
    শরীরে অনেক বাধা
    মনেও ক্লান্তি নামে
    বিদায় নিয়েছ ব্যথার
    শান্তি চেয়েছ ভূমির।

    প্রবন্ধপাঠ শেষে
    প্রায়ান্ধকার বেলায়
    একা-একা পথ-চলা
    ঝাউগাছগুলি নিঝুম
    পান্থপাদপ আলো-
    গীতাঞ্জলির মায়ায়
    কী-এক বিষাদগাথা
    শান্তি এসেছে নেমে।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments