• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৮ | মে ২০১১ | কবিতা
    Share
  • অবস্থান : সুকৃতি


    সময় তো নির্বিকার যাদুর মালিক
    অন্ধকারেও সে রঙ, তুলি, সূঁচ ... নিয়ে করে খেলা,
    রক্তে তার দোষগুণ বলে কিছু নেই,
    অথচ ঘড়ির কাঁটা আলোতেও করে বেইমানি।
    সে কি মানুষের হাতে থাকে বলে? তবে
    কেন জমা দিলে জন্ম প্রভু, কেন দিলে প্রেম এই বুকে?
    বুকের ভিতরে পাক খায় অবিরত
    ধুতরার ফল, ফনি মনসার কাঁটা ...
    কখন তোমার থেকে ছুটে এসে অশান্তির ঘোড়া
    আমাকে তুলেছে পিঠে, না কি সে আমার
    পিঠে উঠে হাতে তুলে নিয়েছে লাগাম,
    তুমি জান। আমি জানি কেবল তোমাকে
    যখন সামনে থাক ঠিকঠাক বুঝতে পারি না,
    চোখের আড়াল হলে আরও বেশি তীব্র হয়ে ওঠো।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)