• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৪ | অক্টোবর ২০২১ | কবিতা
    Share
  • অবেলা : দেবাশিস গোস্বামী



    এই অবেলায়
             কি আর দেয়ার আছে
    বাড়ানো আঙ্গুল ছাড়া
    মুঠো ভরে ধরো যদি পারো
    বিজন ঝাউ যেভাবে জড়িয়ে থাকে
          বাতাসের বিমল বাহু

    পাথুরে বল্কলে ঘিরেছ নিজেকে
    তবু নিরালোক অন্ধ প্রহরে
    টিলার পেছনে নেমে আসে আকাশ
    তার কাঁধে মাথা রেখে
    পারো যদি, ভিজে বাষ্পটুকু
    ঢেলে দিও বুকে

    একবার ছুঁয়ে নিলে
    এটুকু আজীবন
    খোলা জানালার মতো
    অপার আকাশ থাকে বুকের গহিনে
    নির্ভার উড়াল নিয়ে
    অজগর অন্ধকার হাঁ করে গিলতে এলে
             খুলে যায় ডানা
             জাদু গালিচার মতো
                      বুকের আকাশে

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments