• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৬ | সেপ্টেম্বর ২০১০ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • দু'টি ছড়া : প্রবীর বিকাশ সরকার

    পাঁচিলকাকু

    সাতসকালে পাঁচিলকাকুর হঠাৎ হলো খেয়াল
    "পৃথিবীতে রাখবো নাকো ভেদাভেদের দেয়াল ।
    থাকবে নাকো তারতম্য মন্দ এবং ভালোয়
    দরিদ্র আর ধনী জনে, কালো এবং আলোয় ।

    পাশের বাড়ির পাঁচিল ভেঙে কাজটা করো শুরু ।"
    বলছে ছেলে, "বুকটা আমার করছে দুরু দুরু ;"
    বলছে মেয়ে, "বাবা তোমার হঠাৎ হলো কী ?"
    গিন্নি বলেন, "সাত-সকালে টেনেছো কলকি !"

    "এই মরেছি," বলেই কাকু স্নানের ঘরে যান
    এইযাত্রা রক্ষা পেলো ঝাঁটা থেকে প্রাণ !
    !---- পাঁচিলকাকুর শখ হয়েছে মাছ ধরবেন বিলে
    বোয়ালমাছের ভাজি খাবেন গিন্নিসহ মিলে ।
    কিন্তু হঠাৎ পিছলে পড়ে মচকে গেছে পা
    তাই না দেখে উঠলো হেসে বোয়াল মাছের মা ।
    ----


    নিশীথ রাতের ট্রেন

    কু-উ ঝিক ঝিক ট্রেন ছুটেছে আঁধারঘন রাত্রি
    ট্রেনের দোলায় ঘুম দিয়েছে দূরপাল্লার যাত্রী ।
    ঘুমায় নাকো পিকপকেটার এবং টিকিট চেকার
    পরস্পরে ঝগড়া করে মাতাল এবং বেকার ।

    অন্ধকারে যাত্রী ঘুমায়, নাক ডেকে যায় হাঁ করে
    মুখের মাঝে নাচন জোড়ে মশা মাছি মাকড়ে ।
    আধা-আলো-অন্ধকারে দেখেই চেকার ভড়কায়
    পেত্নী নাকি জুজুবুড়ি কাটছে সুতো চরকায় ।

    !--- ছুটতে গিয়ে হোঁচট খেলে--চেঁচিয়ে ওঠে মুরগি
    মুখে মাথায় লেপ্টে গেলো থকথকে দই গুড় ঘি ।
    ---
    নামতে গিয়ে কার যেন হায় উলটে পড়ে সব খই ।
    ভিড়ের মাঝে ঢাকনা খুলে গন্ধ বেরোয় কোপ্তার
    চেকার চেঁচায় চুলের কাঁটায় আটকে গেছে গোঁফ তার ।

    (পরবাস-৪৬, সেপ্টেম্বর, ২০১০)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments