• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৬ | সেপ্টেম্বর ২০১০ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : হিন্দোল ভট্টাচার্য

    প্রেমের কবিতা

    ১.

    হাত থেকে ফসকে গিয়েছিল হাত, আচমকা দোরগোড়ায় থমকে গিয়েছিল গাড়ি
    শান্ত জানলার উপর নেমে এসেছিল অন্ধকার
    পাড়া-পড়শিদের মুখে ও কার গল্প, - ভিজে চাঁদ তখন মহত্বকে খিস্তি করছে
    নেশার গায়ে হামাগুড়ি দিতে দিতে একবুক হাওয়ার কাছে
    আমি তখন শৈশবের কথা ভাবছিলাম


    ২.

    কী নির্জন এই পিছলে যাওয়া, ত্রক্রমশ বুঝতে পারা আর কোথাও থাকার জায়গা নেই
    তোমাকে কীভাবে বলি, -এই আমার ভবিষ্যত্‌, এই আমার অতীত
    সিঁড়ি দিয়ে নামতে নামতে আমি এতদূর এসে গেলাম
    আমার পিঠে একশো বছরের নি:সঙ্গতা
    হোঁচট খেতে খেতে নেমে আসছে কুয়াশা


    ৩.

    আমি তার গল্প বলি, যে আমাকে চিনতেও পারে না, -
    আমি তার খাতা থেকে খুলে আনি একগুচ্ছ প্রেমের কবিতা
    আমাকেই নগ্ন করে সেগুলো, -আর আমার পিঠের উপর
    চেপে বসে তার গন্ধ, -নিহত নি:সঙ্গ প্রেম, -যে জানে তুমুল বাঘ
    কীভাবে লাফায়


    ৪.

    মা আমাকে ডেকে ওঠে, -আমি মাকে ডেকে ফিরে যাই
    সে আমার বৃষ্টিফোঁটা, তাকেও যে ডাকি না তাও নয়
    অবাক পোস্টম্যানের পাশে আমিও অবাক চিঠি হয়ে
    ফিরে আসি, বদলে দিই আমার ঠিকানা
    রাত্রি শুয়ে পড়ে বুকে, এক একটা অক্ষর থেকে রক্তফোঁটা পড়ে


    শব

    ঘরের ভিতর আরও অন্য কোনও ঘরে আমি সারাদিন পড়ে থাকি
    যদিও আমার সর্বস্ব যায় বেনোজলে ভেসে
    পুড়ে ভিজে পড়ে থাকে বেওয়ারিশ, -গুনগুন গজলের ভিতর চিত্কার
    গড়িয়ে যায়...গড়িয়ে তুমুল ঝড়ে
                          নিজের দু:খের কাছে চুপ, পড়ে থাকে...
    আর কোনও রাস্তা নেই, কোথাও বলার নেই কিছু


    মৃত্যু

    দূরত্বের কাছাকাছি আমার নীরবতা গড়িয়ে যায়
    শ্বাসকষ্টের বাইরে ঘুমিয়ে পড়ি পুরনো মন্দির যেমন
    আপাদমস্তক কুয়াশায় পাড় ভাঙা নদীর কাছে ঝুঁকে
    নিজের বয়স গুনে বুড়ো হয়ে যায়
    আরও দূর থেকে তোমায় নিভে যাওয়া নৌকার আরোহী মনে হয়



    (পরবাস-৪৬, সেপ্টেম্বর, ২০১০)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)