• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৬ | সেপ্টেম্বর ২০১০ | কবিতা
    Share
  • পেতনীকে : সব্যসাচী সরকার


    এইভাবে কতোদিন আর ?
    প্রতিদিন রাতে ভাবি
    তোমারই মুখটা কেন ভাসে বার বার ?

    আরো তো পরীরা আছে
    কবিতাও আছে
    আমার উঠোনে এসে মাঝে মাঝে নাচে

    নাচে আর বড়ো বেশি খুনসুটি করে
    আমি খুব ভয় পাই
    যদি ভূতে ধরে .....

    আমার পেতনী চাই, ভূত দূরে থাক
    একা একা বসে ভাবি
    ক'টা দিন যাক

    সোম থেকে শনি আসে গড়াতে গড়াতে
    পেতনীরা থেকে যায়
    পোড়া নি:শ্বাসে

    তেমন পেতনী পেলে চার পেগ গিলে
    শব্দকে নিয়ে যাবো
    স্বখাতসলিলে ...

    (পরবাস-৪৬, সেপ্টেম্বর, ২০১০)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)