• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৬ | সেপ্টেম্বর ২০১০ | কবিতা
    Share
  • কেন্দুপাতার আখ্যান : সর্বজয়া মুখোপাধ্যায়


    আর্তনাদের অতিক্রমে
    হাহাকারের পর

    নিস্তব্ধতা বাড়িঘর

    ঘর থেকে বাড়ি
    বাড়ি থেকে ঘর

    আংরার আলো জ্বালো, জ্বালো তার পর

    ঘর থেকে বাড়ি
    বাড়ি থেকে ঘর

    (পরবাস-৪৬, সেপ্টেম্বর, ২০১০)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)