• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৬ | সেপ্টেম্বর ২০১০ | কবিতা
    Share
  • সবুজ পালক : সিক্তা দাস


    দু-দণ্ড চুপ করে বসো তো এবার
    এখানে ওখানে পাথর-ঘাস,
    সাবেক, পরবাস
    আর ইঞ্চি মাপা চেয়ে দেখায়--
    তোমার পদস্খলন সহ্য হয় না আর ।
    এমন ভাবেই যদি তুমি অবশ্যম্ভাবী
    সমতলে, কিনারায়, প্রলাপে ও
    সংলাপে,
    কালোঘোড়া আর শীতঘুম
    জড়াবে তোমার পায়ের আঙ্গুল ।
    পদস্খলন হবেই--সহ্য হবে না আর ।

    বরং ভালো তো সেই--
    দু-দণ্ড বসে আঁকো বালি-সংকেত,
    ইঙ্গিত মেখে নিয়ো ঝরাপাতা থেকে,
    কাঁধে হাত রেখো তুমি তটভূমিকার--
    বুক ছেঁচা উত্তাপে সেঁকে নিয়ো--
    ওপারের শ্লেষ, সাদা-কালো দাবাঘুঁটি, স্তরীভূত মুখ
    তারপর, জেনে নিয়ে মেঘ-স্বরলিপি,
    প্রান্তরে খুঁজে নিয়ো সবুজ পালক ।

    (পরবাস-৪৬, সেপ্টেম্বর, ২০১০)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)