• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৬ | সেপ্টেম্বর ২০১০ | কবিতা
    Share
  • শৈশবের সিলেবাস : শুভজিৎ বরকন্দাজ

    হারিয়ে গেছে অনেক কিছুই
    হারিয়ে গেছে সব
    হারিয়ে গেছে কোথায় যেন
    ছোট্ট সে শৈশব ।

    রামধনুটাও হারিয়ে গেছে
    কোথায় যেন দূরে
    ছেলেবেলার কী দুর্দশা
    স্বপ্ন ভেঙে-চুরে ।

    আগেও যারা ছোট্ট ছিলো
    পুতুল খেলার দিনে
    ক্ষীরের পুতুল, বুড়ো-আংলা
    আনতো বাবা কিনে ।

    ঠাক্মা-দাদুর ফোকলা গালে
    ধরতো না আর হাসি
    রাজপুত্তুর-রাজকন্যের
    গল্প রাশি রাশি ।

    পাগলা দাশু, আবোল তাবোল
    অমল সুধার দল
    কল্প-রঙিন দিন-দুনিয়ার
    আজব জাদুর কল ।

    পদি পিসীও বাক্স নিয়ে
    বর্মা মুলুক থেকে
    আনতো খুশি, মন ভোলানো
    খুশবু আতর মেখে ।


    এখন যারা ভীষণ ছোটো
    তাদেরও শৈশব
    বন্দী দশায়, হাতছানি দেয়
    বিত্ত ও বৈভব ।

    মাম্মি ভাবেন ডাক্তারিতে
    ড্যাডির ভীষণ শখ
    ইঞ্জিনীয়ার বনবে সোনা
    চলছে তারই মক্‌ ।

    কে বুঝাবে একটু ওদের
    এখন কী তার চাই !
    ছোট্টোবেলার মতন কি আর
    একটু কিছুই নাই ?

    নাই কি গো আর লাটাই-ঘুড়ি
    নাই কি গো আর মাঠ ?
    চাইলে কী আর মিলবে না কি
    নীল আকাশের পাঠ !

    কম্পিউটার গেমের ভেতর
    স্বপ্নগুলো ঢুকে
    যন্ত্র-মুখীর যন্ত্রণাতে
    যাচ্ছে চুকে-বুকে ।











    যাচ্ছে, তা-যাক চলছে চলুক
    এমনি করেই দিন
    কাটছে কাটুক, হাত গুটিয়ে--
    সবাই দিশাহীন ।

    আমরা আছি, তোমরা আছো
    একটু এসো ভাবি
    দিই ফিরিয়ে ওদের হাতে
    স্বপ্নপুরীর চাবি ।

    আবার রাঙা সূয্যি উঠুক,
    সূয্যি বসুক পাটে
    জীবন-জোড়া সিলেবাসের
    সমগ্র এই পাঠে ।

    (পরবাস-৪৬, সেপ্টেম্বর, ২০১০)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)