• Parabaas
  Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
 • পরবাস | সংখ্যা ৪৬ | সেপ্টেম্বর ২০১০ | কবিতা
  Share
 • ফ্রিজিড : সুতপা ভট্টাচার্য্য বারুই

  তোমার প্রতীক্ষায় প্রতি রাত
  মোম হচ্ছি ধীরে ধীরে
  সলতে বিহীন একটানা

  আদ্যোপান্ত পেলব, মসৃণ অথচ জমাট ।
  বরফ অথবা মোম আপাতদৃষ্টিমাফিক
  সমান্তরাল ......

  শুধু আগুন ছোঁওয়ালে বরফের জাত যায় ।

  (পরবাস-৪৬, সেপ্টেম্বর, ২০১০)

 • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
 • মন্তব্য জমা দিন / Make a comment
 • (?)