• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৯ | জুলাই ২০২০ | কবিতা
    Share
  • আসমানি ডায়েরি : দেবারতি মিত্র


    আসমানি রঙের ডায়েরি
    সমুদ্রের স্রোতে ওই ভেসে ভেসে যায়।
    নীলে নীলে ছয়লাপ —
    জ্ঞানভিক্ষু রোদ অভিধান বিশ্বকোষ ঘেঁটে ঘেঁটে যা পায়নি,
    তাই আজ খুঁজে গেছে ডায়েরিহিল্লোলে।
    কত স্বপ্ন, কত স্বপ্নভঙ্গ
    ছোট্ট ছোট্ট দেবমূর্তির মতো
    অপরূপ সুছাঁদ অক্ষরে লিখেছ তুমি যে
    তার শেষ নেই, আরম্ভ নেই।

    এতদিন পরে পরিণয়, মৎস্যকুমারী নয়,
    একরাশ চুল খুলে তোমার কবিতা
    দেখি স্নানে মগ্ন —
    ঢেউয়ে ঢেউয়ে ডোবে, ওঠে।

    সমুদ্র আমাকে টেনে নিলে,
    ধরা দেবে প্রেমরত্নগাথা।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments