• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৪ | অক্টোবর ২০২১ | কবিতা
    Share
  • অচেনা : কালীকৃষ্ণ গুহ


    নিজের সঙ্গে কথা বলতে বলতে দিন কাটে।
    কতকিছু বুঝতে চেষ্টা করি!

    যা যা বুঝতে পারিনি
    তার কোনো তালিকা করা সম্ভব নয়।
    মাঝে মাঝে মনে হয় কিছুই
    বুঝতে পারিনি।

    যেসব ঝড়বৃষ্টির ভিতর দিয়ে এলাম
    তার কি কিছু বুঝতে পেরেছি?
    যেসব পোকামাকড়ের সঙ্গে বসবাস করছি
    যেসব বন্ধু ত্যাগ করে গেছে
    তাদের বুঝতে পেরেছি?

    অচেনা এই পৃথিবী
    অচেনা সব ঝড়বৃষ্টি পোকামাকড় মানুষজন।

    অচেনা এই মহাশূন্য...


    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments