• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৮ | জানুয়ারি ২০০৭ | কবিতা
    Share
  • অগ্নিঘর : চিত্ত সাহু

    টেবিলে রেখেছ হাত । ঝাঁক ঝাঁক পাখি
    উড়ে আসে, উড়ে চলে যায়
    এখুনি পাহাড়সানু নড়ে উঠতে পারে
    ভাঙচুর শাখায় শাখায় ।

    চশমার কাচ ভেঙে গেছে । কারুকার্য
    সুন্দরের কষ্ট চোখে আঁকা
    মেঠো পথে চলেছে শ্রমিক ভগ্নজানু
    মাথায় স্মৃতির ভারি ঝাঁকা ।

    ফেলে দাও ছড়িয়ে দাও অভিজ্ঞ অঙ্গার
    আগুনে অমল সুধা বিষ
    এসো দুজনেই স্নান করি, স্নানঘর
    অগ্নিঘর পোড়াবে উষ্ণীষ ।


    (পরবাস-৩৮, জানুয়ারি, ২০০৭)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)