• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৮ | জানুয়ারি ২০০৭ | কবিতা
    Share
  • দু টুকরো কবিতা : মল্লিকা সেনগুপ্ত

    কাজ

    যখনই ভেবেছি বুঝি গভীরতা বিনিময় হবে
    তোমার আমার মধ্যে ঢুকে পড়ে কাজ
    মধুর রহস্যগুলি দুহাতে সরিয়ে তুমি বল
    চটপট দেখে দাও, থার্ড প্রুফ, ছাপা হবে আজ ।


    দূরত্ব

    দুবেলা ঝগড়া করি, দূরে গেলে মিস করি খুব
    ভোরের কলেজ আমি, আর তুমি দুপুরের সিটি
    সারাদিনে দেখা নেই, এস এম এস-এ কথা চালাচালি
    তুমি যত দূরে যাও, কাছে আসে ইমেলের চিঠি ।


    (পরবাস-৩৮, জানুয়ারি, ২০০৭)



    (এই সংখ্যাতে ক্যাথেরিনা রোজারীও'র কন্ঠে মল্লিকা সেনগুপ্ত'র কবিতা আবৃত্তি শুনুন)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)