• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৮ | জানুয়ারি ২০০৭ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : মিহির বন্দ্যোপাধ্যায়

    যাপন


    কী সরল বেঁচে থাকা ডুবজলে মাছের সাঁতার
    মাছেদের ঘর-কন্নে শ্যাওলা ঝাঁঝি ডুবে যাওয়া সূর্যের নীচে
    মত্স্যকন্যার ঘাম মুছে নিচ্ছে অন্য কোনো রুপোলি শরীর

    বেঁচে থাকা মন্দ নয় আজীবন সাঁতার সাঁতার
    যদিও ট্রলার আছে মোহনার দিকে পাতা নিন্দুকের জাল
    যদিও পুকুর চুরি তবু বাঁচা স্বপ্নে স্বপ্নে ভোর

    আজকে ঘুমিয়ে হাঁটি ঘুমের অঘোরে বাঁচে হাঁটা

    কী সরল বেঁচে থাকা ডুবজলে মাছের সাঁতার



    আ'মরি বাংলা


    আ'মরি বাংলা ভাবি প্রতিবার ফেব্রুয়ারি এলে
    প্রতিবার কন্ঠে জাদু টানে হাল ধরে চাষা
    মনে হয় একাসনে কিছুটা বিয়ার টেনে সমস্বরে উল্লাস বলি
    ভাবি বলি তাহাদের তোমরাও মাইকেল বলিদত্ত মাতৃভাষা বলি
                          জীর্ণ হাঁড়িকাঠে

    রেখো মা দাসেরে মনে যদিও ভেবেছি ওই প্রাথমিক নির্বাসন থেকে
    এ-বি-সি-ডি ফিরে আসবে দু'দশক দ্বিধা ও সংকোচে
    সংকোচে মুগ্ধতা যদিও বাংলা তবু আজ অপ্রকাশ্য :
               স্বপনে দেখি ক্ষয়ে যাচ্ছে চাঁদের সাম্পান


    (পরবাস-৩৮, ডিসেম্বর, ২০০৬)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)