• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৮ | জানুয়ারি ২০০৭ | কবিতা
    Share
  • দুটি কবিতা : মণীশ মৌলিক

    আহ্বান

    অক্ষরের রুদ্রাক্ষমালা রেখে এসো, কবি,
    এইখানে কিছুক্ষণ শান্ত হয়ে বোসো,
    চুপ করে শোনো -
    অলৌকিক সঙ্গীত ভাসে নিশুতি বাতাসে
    সেই সুর শোনোনি কখনো ।

    বাতাসের রহস্যময় পরিপ্লাবী স্বর
    কোমল ষড়জ থেকে কড়ির নিষাদে
    সুমসৃণ টানে -
    শূন্য বুক ভরে দেয় কি যেন আশ্বাসে
    ফুল ফোটে কঠিন পাষাণে ।

    এসো কবি, একবার,
    অক্ষরের রুদ্রাক্ষমালা রেখে
    এসো এইখানে, শান্ত হয়ে বোসো;
    শোনো ...




    মুদ্রার দু-পাশে

    অবিমিশ্র সুখ আর নেই কোনখানে,
    মুদ্রার একপিঠ যদি ভালবাসা হয়
    অন্যপিঠে লেগে থাকে অনিবার্য ঘৃণা ।
    সমস্তই সুন্দর দেখে আলোকিত দিক,
    বিপরীতে আঁধারের ছবি কতটা নিমর্ম -
    অল্প কিছু লোক জানে, সকলে জানে না ।




    (পরবাস-৩৮, ডিসেম্বর, ২০০৬)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)