• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৮ | জানুয়ারি ২০০৭ | কবিতা
    Share
  • দুটি কবিতা : পার্থ চক্রবর্তী



    পরকীয়া


    আমরা ছিলাম ঘর-পোড়া সব গরু
    মেঘের মতো সিঁদুর পরেছিলে
    লেজ তুলে তো সবাই পলাইলো
    আমায় তুমি একলা কেন নিলে ?

    রাতের পরে দিনের পরে রাত
    জঠর থেকে প্রসব করি ভয়
    তবুও দ্যাখো আমার ভালোবাসা
    দূর আকাশে এখনো বাঙ্ময়

    ঘর-পোড়া এই গরুগুলোর পালে
    বাঘের মতো যখন পড়েছিলে
    লেজ উঁচিয়ে সবাই তো ছুট দিলো
    আমায় শুধু একলা কেন নিলে ?



    দাম্পত্য


    আমি কিন্তু, সত্যি বলছি, ও সোনা
    তোমার কাছে এখনো ঠিক চাইনি তো সুখ
    রাগ কোরো না, একটু তাকাও, একটিবার
    তবুও তুমি কাঁধ ঝাঁকালে, বিরক্ত মুখ

    এই শহরের অন্ধকারে লুকিয়ে চোখ
    গুটিয়ে হাতা ঘুরছে শুধু দার্শনিক
    ভাঁজকরা ওই সন্ধেবেলার মাঝখানে
    তোমায় আবার বুকের কাছে টানবো ঠিক

    চৈত্র সেল-এর ক্লান্ত পথে আলগা রোদ
    মলিন আলোয় উড়ে বেড়ায় বন্ধুগণ
    ঘরের দিকে ধুলো এবং জলের টান
    আমরা শুধু থমকে থাকি কিছুক্ষণ


    (পরবাস-৩৮, ডিসেম্বর, ২০০৬)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)