• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৮ | জানুয়ারি ২০০৭ | কবিতা
    Share
  • রূপ : রাজর্ষি দেবনাথ

    কল্পনামুকুরে তুমি দ্যাখো মুখ, ব্যাদানসমেত,
    মোহময়ী হাসি মাখো, ভ্রুভঙ্গ পরখ করে নাও,
    চিবুকে অদৃশ্য তিল, লাবণ্যের স্বেদবিন্দুগুলি
    চূর্ণকুন্তলের গন্ধ, তীর্যক চাহনি বজ্রধার

    এ সব পুরোনো ছল, সনাতন মোহিনী আয়ুধ
    বহু যুদ্ধে বৈজয়ন্তী, সাফল্য নিশ্চিত মোটামুটি
    পৃথিবী প্রবীণা হয়, অনঙ্গ নি:শেষপ্রাণ তবু
    তোমার রূপের বহ্নি কি লোলুপ, পতঙ্গবিলাসী !


    (পরবাস-৩৮, ডিসেম্বর, ২০০৬)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)