• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৮ | জানুয়ারি ২০০৭ | কবিতা
    Share
  • অবশেষে যা বুঝলুম : ঋতব্রত মিত্র

    ফিরে যাবোই যাবো শৈশবের দেশে -
               হাঁটলুম খানিক ;
                     শেষে
    যখন কিছুতেই কিছু হল না
    ভাবলুম,
    আদৌ আছে কি কাছে
    সেই জাদুচাবি -
        সেই ফুরফুরে তরতাজা মন ?
                `কী ভাবছিস অমন ?' -
    কাঁধে হাত রেখে গা ঘেঁষটে দাঁড়িয়েছে কখন
                  সাত বচ্ছরের সেই ছোট্ট আমি;
    আমার সত্তর বছর অভ্যেসমতো ঝুঁকে পড়ছে,
                           `চল নামি,
    নীচে ঐ দ্যাখ সমারোহ ------- ঘরভর্তি সোনার ঝিলিক'
                    সেই চোরাটান
    আরো নামবো কি নামবো না
              সেই একঘেয়ে উতোরচাপান !

    ও কখন দাঁড়িয়েছে দূরে
           বলেছে বিষণ্ণ সুরে, -------
    ওরে অমন ক'রে নয় -------
           শুনতে পাচ্ছিস না ওপর থেকে
    কোন আগেকার সময়
           আকুল হয়ে ডাকছে -------আয়, আয় ...
    সব ছেড়ে-ছুড়ে এবারে চল
           নয়তো ছেড়ে দে আমায়

    যেতে পারিনি ।
         যাইনি ।
         পাইনি মনের জোর
         যা কিনা বলবে, তোর
              ঠিক জায়গা এটাই
    এখনো নিজেই নিজেকে খুঁড়ি;
              আবছা স্বর শুনতে পাই,
              সময় ফুরিয়ে যায়নি------- যাবি ?
              চেষ্টা করলেই কিন্তু পাবি
                           চাবি ।


    (পরবাস-৩৮, জানুয়ারি, ২০০৭)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)