• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৮ | জানুয়ারি ২০০৭ | কবিতা
    Share
  • কবিতাগুচ্ছ : রোহণ কুদ্দুস

    ৩রা জানুয়ারি, মানস সরোবর

    সহস্র মুক্তধারা নামক অগ্ন্যুত্সবে
    বিকেলের বাড়িফেরা মাথায় উঠলো
    শিয়রে কলিংবেল নিয়ে শুয়ে আছে
    সতর্ক শরীর বেলাদি'র দীঘল ঘ্রাণে

    কাউকে বলা হবে না
    সে আমার প্রথম স্খলন
    তবু ঝাঁপ জালের চোরা ফলার মতো
    মাঝে মাঝে এই দুপুরগত রোদ
    ঝক্ঝক্‌ করে বলে উঠবে `আর এসো না অভি,
    আমাদের অমন করতে নেই । ছি: !'



    ২৬শে জানুয়ারি, উলুবেড়িয়া

    এই কবিতার নাম ফ্যাদম রাখা হতে চাইলে
    আমার মূঢ়তা ক্ষমা করবেন অবসন্ন পাঠক
    এখানে গঙ্গার বিশ বাঁও কালোচোখে কিচ্ছুটি নেই
    এঁকেবেঁকে বি
             নু
                নি
                   র
                ম
             তো
          এ
             ই
                ভা
                   বে
                      একসময়
    দিগন্ত স্পর্শ করে সঙ্গত কারণ দেখিয়ে তাই
    এই সূর্যলোভী পুন্যতোয়ার গভীরতা বিষয়ক
    নাম খারিজ করা হল ...

    চুলচেরা বিশ্লেষণের ওপারে ভেসে এসে
    ঠেকে আর একটা বানভাসি গ্রাম



    ১৯শে ফেব্রুয়ারি, ফতেপুর সিক্রি

    আমার পিতামহের কোনো অশ্বশালা ছিলো না
    তবু বুটিদার জাজিম আমাদের বাড়িতেও ছিলো
    আর তার উল্টোদিকের অমোঘ ধুলোরাও

    আমূল বিঁধিয়ে দেওয়া প্রতিশোধ ছিলো
    অহেতুক দেওয়াল ওঁচানো স্বরক্ষেপ
    সহবত আর বেয়াদপীর কোলাজে
    ওজুর জলের পাঁচ ওয়াক্ত অনির্বচন

    আমার পিতামহের হজ্জযাত্রা ছিলো না
    তবু মোনাজাতের অবসর ছিলো আমাদের বাড়িতেও
    আর তার সাথে প্রত্যাশার করতলও



    ১৫ই মে, বাগনান

    আগেও শুনেছো নাম ? কোনোদিন সভাস্থলে ?
    হবে হয়তো । বহুদিন এ শহরে আসা হয় না
    ছোটোবেলায় ইস্কুল ফেরতদের সাথে হাঁটতাম
    তবু আমার হয়নি ওইসব কষ্ট-কষ্ট বিকেল-দুপুর
    এখন তোমাদের বয়সী দেখলে আর একটু বড়ো
    হয়ে চুটিয়ে প্রেম করতে মধুর ইচ্ছে হয়

    এই নাম পাদানিতে বসিয়ে রাখলাম
    সঙ্গে ছ'পা চলো ... বান্ধব নাম নেবো তোমার ... তোমার ...



    ৬ই অগাস্ট, পুনে

    সত্যি বলছেন উনি আর থাকেন না এই ঠিকানায় ?
    এ-নম্বর আর ওনার নয় ? আমি যে অনেক দূর থেকে ...

    এ-নম্বর আমারও ছিলো না কোনোদিন
    থাকবেও না কিছুদিন আগে পরে
    শুধু দূরের কেউ কোনোদিন যদি এসে
    আক্ষেপ করে দূরত্ব সংখ্যা নিয়ে তাই
    এখন থেকেই ছায়ার দীর্ঘায়ন শুরু
    দ্বিকল্প বোর্ড ঝোলানো `কবি বানজারা' তার পাশে
    একটা ঊর্ধমুখী তীর পাশ কাটানোর চেষ্টা করে চলে

    প্রশ্নচিহ্ন মুখ ফিরতি বাসের সীটেও চুলে বিলি কাটে
    কবে দেখা হবে রে অনমিত্র, আমার যে দারুণ কষ্টদিন ...



    ২রা অক্টোবর, প্রয়াগ

    বাতাসের সাথে কথা কয় এমন কাউকে
    এক্ষুনি খুঁজে পাওয়া দরকার আমাদের উদ্দেশ্যে
    শেষ যে কথাগুলো তিনি বলে গেছেন তার
    তো একটা হেস্তনেস্ত হওয়া প্রয়োজন সত্যিই
    নাহলে এমন করে স্মৃতিহীনতায় আর কতোবার
    শূন্যে গুলি চালাবো বলো ? বয়ান দিতে হবে
    আমি তাঁকে মারিনি কোনোদিন ....

    বাতাসের সাথে কথা কওয়া দোভাষীর আসনটা
    আমার আর তাঁর মাঝে ফাঁকাই থেকে গেলো বরাবর



    (পরবাস-৩৮, ডিসেম্বর, ২০০৬)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)