• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৮ | জানুয়ারি ২০০৭ | কবিতা
    Share
  • রেখাচিত্র : শমীক নাথ

    রেখারা দাঁড়ায় সারি দিয়ে
    ডাইনে-বাঁয়ে অর্ধ নিমীলিত
    উল্কার মতো । যেন কোনো
    মৃতপাখির চোখ, কোনোটা বা
    রাত্রি অবসানের অপার নৈকট্য ।
    রেখা সার বেঁধে দাঁড়াবে
    কথা বলবে । রেখার আনন্দের
    চূড়ার উপর ঢেউয়ের মতন....
              রেখারা ।


    (পরবাস-৩৮, ডিসেম্বর, ২০০৬)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)