• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৪ | অক্টোবর ২০২১ | কবিতা
    Share
  • আমি কবিতা লিখি না : রুমঝুম ভট্টাচার্য


    আমি কবিতা লিখি না
    আমার অনুভূতি যেন
    ঝরা পাতার মতো উড়ে
    তোমাকে ছুঁয়ে যেতে চায়।
    আমি কবিতার নামে
    তোমাকে স্পর্শ করি
    তোমাতে অবগাহন করি
    তোমার ঝরণায়
    নিজেকে উন্মুক্ত করে
    বলে উঠি বারবার
    হে নিভৃত প্রেমিক
    আমি কবিতা লিখি না
    শুধু তোমাকে ছুঁয়ে যাই।




    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)