• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৭ | আগস্ট ২০০২ | কবিতা
    Share
  • বন্ধুর অপেক্ষা : এ. কে. এম. আজাদুর রহমান

    এতো প্রদাহ ঘামে আলিঙ্গনে -- প্রতিদিনের এতো পৌন:পুনিকতা
    শরীরে এতো নোনা -- শ্রাবণে এতো অধরা পূর্ণিমা
    তবুও এই বয়সে - হাত ধরে টেনে তোলে সুবর্ণরেখা নদী
    যেন সব নদীর মতোই বেসুমার গুলতে হবে - তৃষ্ণার সাগরে
    আমার কোনো আলাদা তিথি বা পঞ্চমী নেই
    সামান্য ফিনফিনে জোসনাও আমাকে গিলে খায়
    অসংখ্য জোনাকি সেলাই করে আমার সবুজ পাঞ্জাবি
    এবং আমার মাথার ঝাঁকড়া চুল
    নক্ষত্রজীবী, নিসর্গী পাতাদের খামখেয়ালিপনায় চলে যাই -- গোবী মরুভূমিতে
    শব্দহীন প্রেমের মতোই -- শেষরাতের উদার প্রার্থনার মতোই
    ডুবন্ত ফসিল খুঁজে খুঁজে ফুপিয়ে কাঁদে -- চোরাবালির ময়ূখ
    আমি শুধুই দাঁড়িয়ে থাকি হাত ধুয়ে বন্ধুর অপেক্ষায়
    সমস্ত শরীরে, আস্কানে, জোনাকিরা গড়ে তোলে
    আলোর নদীনালা -- পরাধীন কাণ্ডে ফোটায় হে গোলাপ
    যেন সন্ধ্যাশেষে আমিই মরুস্থলীর পরিপাটি বন্ধু-সুনন্দজন
    বর্ণচোরা গাছ -- জ্যোতির্মণ্ডলীর প্রকৃত ধার্মিক
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments