• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৭ | আগস্ট ২০০২ | কবিতা
    Share
  • দ্বিমাত্রিক : ঋতব্রত মিত্র

    কী করে মানুষ তার মনটিকে টুকরো করে ফেলে ?
    কী করে একটি টুকরো ধুয়ে-মুছে সাদরে সাজায় ?
    ভাঙাচোরা কোণগুলো মোলায়েম ভাবে মুড়ে নিয়ে
    কী করে সে সমাবেশে হাসিমুখে ছুটে ছুটে যায় ?
    কী করে একটি টুকরো মুড়ে-ঝুড়ে চুপিসাডে হেঁটে
    মাটি চাপা দিয়ে আসে চেনা চোখ-মুখ থেকে দূরে ?
    খোলস পালটে শেষে বিষদাঁত বের হলে পরে
    কী করে টুকরোটি তুলে আঁকা-বাঁকা পথ ঘুরে ঘুরে
    দাঁড়ায় নিজের কাছে ? শেষমেশ টুপিখানা খুলে
    হরেক জিনিশ বের করে যেই ভাবে জাদুকর
    সেরকমই কোনো এক ঘষা-মাজা কূট মন্ত্রবলে
    কী করে যে ভেবে নেয় এই ভাবে সে হবে অমর !
    কারণ এখন সে তো পা ছাড়াও বুকে হেঁটে ঘোরে
    কারণ এখন তার এক দেহ, দুরকম মন
    কারণ এখনো তার তুমুল জীবনভোগ সেরে
    বাকি আছে ঘোর-লাগা মাথা-খুঁড়ে মরা অকারণ !
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments