• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৭ | আগস্ট ২০০২ | কবিতা
    Share
  • নির্মাণ : চিরঞ্জীব হালদার

    আকাশ থেকে নামছে দুটো তীর
    অস্বচ্ছ নয়, আলতা রঙের ফলা
    মধ্যে মানুষ, পুষ্প দলা দলা
    গর্ভমুখের আকর্ষণে স্থির ।

    গর্ভমুখে একটুও নেই আলো
    জ্বালো প্রদীপ, পান, সুপুরি গোটা --
    দরজা খোল, ঝিল্লি মুখর দেখি
    শিথিল কর আকাশ তোমার বোঁটা ।

    ধাত্রী, তোমার দু'হাত বিদ্ধ আলো
    রক্ত-রসে ভেসে যাচ্ছে ক্ষেত
    গর্ভমুখে কাদের নৌকা বাঁধা ?
    আকাশ থেকে নামছে কী সংকেত !
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments