• Parabaas
  Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
 • পরবাস | সংখ্যা ২৭ | আগস্ট ২০০২ | কবিতা
  Share
 • পাঁচটি ইঁদুর খেয়ে জেগে আছি রাত :

  পাঁচটি ইঁদুর খেয়ে জেগে আছি রাত
  বুকের খোয়ারি থেকে ডানা মেলে দু:খকূট
  সমকামী শিহরণ । যেন এইমতো খসে পড়ে চাঁদ
  দিগন্তের মায়াজাল ছিঁড়ে, যেন লক্ষকোটি পিপীলিকা
  পেয়েছে জন্মের আশ্রয় মালতির কামনার বনে ।
  আমার রক্তে কেউ খোঁজে না বিরহের ভ্রূণমূল
  প্রকৃতি উন্মাদ এক উটপাখির মতো আলোর গন্তব্য
  খোঁজে ইঁদারার নি:সীম মায়ায় । আমি দেখি
  নার্সিংহোমের বারান্দায় ঝুলে আছে লাল শাড়ি ব্লাউজ ব্রেসিয়ার
  মৃত এক রমণীর মাংশের জাগতিক ঘ্রাণ শুঁকে
  থমকে যায় অভূক্ত মৌমাছি । তুমি বলো যদি বিশ্বাস করো
  প্রাচীন ধারাপাত উপকথা, চাঁদ ও সমুদ্রের মতো
  পরিত্যক্ত বনভূমির কালোজ্বর, তবে কেন সময়ের
  সর্পিল হাত আঁকড়ে ধরে আমূল উপড়ে ফেলে আমাকে
  মাঝরাতে ? আমি তো করিনি ক্ষতি তোমার কিংবা ঈশ্বরের
  শুধু পাঁচটি ইঁদুর খেয়ে জেগে আছি রাত
  আর কিছু নয়, ফুল নয় মাছ নয় চাঁদ নয়
  শুধুই পাঁচটি ইঁদুর, লাল নীল শাদা ও সবুজ
  নিরক্ত নির্মম কবিতার মতো লাজুক নিরীহ স্পর্শকাতর ।
 • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
 • মন্তব্য জমা দিন / Make a comment
 • (?)