• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৭ | আগস্ট ২০০২ | কবিতা
    Share
  • তিনটি কবিতা :

    অন্য বৃত্ত



    বধির রাত্রির মুখে ভাষা দিয়ে -- আমি এক
    গণধর্ষিতার ছবি এঁকে ঝুলিয়ে রাখবো প্রকাশ্য রাস্তায়
    পাশে রেখে দেব মন্তব্য-খাতা আর জনস্রোতকে বলবো :
    আসুন ... দেখুন .... কিছু লিখে যান ...

    বলবো ; শরীর শিল্পকলা ... আসুন দেখুন কিছু লিখে যান
    বলবো : এখানে শব্দ আছে ... আসুন দেখুন কিছু লিখে যান
    স্তব্ধতা ভাঙুন ....


    একটাই ঘর



    সান্ধ্য উঠোনের এক নিজস্ব ভাষা আছে --
    যা বুঝতে পারে প্রতিটি সন্ধ্যাকালে বয়স্কা অনূঢ়া ।
    কী গন্ধ বিলিয়ে দিচ্ছে নিবু নিবু তুলসী প্রদীপ
    তাও বোঝে তারা
    শুধু
    মাঝরাতে ভ্রাতৃবধূর ফিস্ফাস্‌ কানে এলে
    কোন পাশে ফিরে শোবে
    আয়ত্ত হয়নি বলে মাঝে মাঝে দুলে ওঠে একটাই ঘর ।



    না



    হরকী প্যারীর জলে আশ্চর্য বিশ্বাস ভেসে যায় ...
    সন্ধ্যার মন্দ্র বাতাসে দুলে দুলে জলন্ত প্রদীপ --
    কী মদির নক্ষত্র মায়ায় ভাসে !
    ত্রিপদীর সান্ধ্যরাগে রণিত সঙ্গীত যেন অপার্থিব
    জীবনবিহীন এক অপার জীবনে
    অমোঘ মৃত্যুর মত সত্যি হয়ে ওঠে ভালবাসা ।

    তবু রোজ অন্ধকারে কী ভীষণ দুর্বিষহ আগুনের টানে
    গলিপথ পার হয় অবোধ পুরুষ
    তবু রোজ রাজপথে হাত পেতে মানুষের বৈরাগ্য বিভূতি
    কী চেনায় ভোরের পাখিকে !
    তবু রোজ দেহ ও মনের ভাষা আকাঙক্ষার অনুপরমাণু ভেঙে
    অনুক্ষণ বিপরীতে ধায়
    দেবালয় থেকে প্রতিরাতে নেমে আসে জলস্রোত
    তবু রোজ ... তবু রোজ ...

    হরকী প্যারীর জলে মানুষের পাপ ভেসে যায়
    হরকী প্যারীর জলে মানুষের পুণ্য ভেসে যায়
    হরকী প্যারীর জলে মানুষের প্রবৃত্তি ভাসে না ...
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments