• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৭ | আগস্ট ২০০২ | কবিতা
    Share
  • তিনটি ছড়া :

    বসন্ত




    মেরুতেও জেনো ঝড় থেমে যায়
    তুষার প্যাঁচারা বাসা খুঁজে পায়
    সীমানা ছাড়িয়ে নেকড়ের বুকে দুরদুর
    কতোদিন তুমি রেখেছো জমিয়ে
    বাদামি কাগজে মোড়ক বানিয়ে
    গলানো বরফ, এক ফোঁটা বাসি রোদ্দুর
    বাগানে বাহারি রকমারি গাছ
    সব ফেলে তবু বসে আছো আজ
    টিউলিপে খোঁজো পলাশের হাসি ভঙ্গুর



    চোলাই




    কোন ক্ষেতে ফলে সিঙ্গল মল্ট
    গুড়ের নাগড়ি সেও কম নেই
    চোলাই যে করে কেরামতি তার
    স্কটল্যাণ্ডে বা জামাইকাতেই
    জীবনের যতো হারানো হিশেব
    টক আঙুরের মিছে আফসোস
    আমজাদ কেন চোলাই করেন
    মাঝরাত্তিরে একা মালকোষ



    খাটিয়া




    উঠেছি কখনো বাসের মাথায়
    ডিনার সেরেছি দেহাতি ধাবায়
    ক্লান্ত দুপুরে ঘেমে জেরবার
    খাটিয়া পেতেছি উঠোনে তোমার ।
    হপকিনস থেকে মিনিয়াপোলিসে
    একা সন্ধ্যায় বিয়ারের গ্লাসে
    কখনো শিপোলে নাকি হিথরোয়
    ট্রানজিটে বসে খুঁজেছি তোমায় ।
    মাথায় ঝুপড়ি দুমকার বাস
    গ্রে হাউণ্ড লেখা এ টারমিনাস
    আমি তো যাবোই তুমিও কি রাজি
    পুরোনো খাটিয়া চেনা রুটি ভাজি ?
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments