• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৪ | অক্টোবর ২০২১ | রম্যরচনা
    Share
  • ইতিহাসে নেই - সেন মহাশয় : সমরেন্দ্র নারায়ণ রায়
    মুক্তোবিবি | সেন মহাশয়

    নেমে এল ছায়া দুঃখ শোকের
        খবর আসার পর
    ফতেপুর সিক্রিতেই প্রয়াত
        সম্রাট আকবর

    তাঁর সুশাসনে বেড়ে উঠেছিল
        জনপদ সাতগাঁর
    নির্ভয়ে কেনা বেচা করা হতো
        পণ্য সব প্রকার

    অনিশ্চিত সে দুঃখের দিন
        বন্ধ সব ক'মাস
    শ্রেষ্ঠী বণিক সদাগর সবে
        ফেলে দীর্ঘশ্বাস

    হুগলী-বালিতে বড়ালপাড়াটি
        রায়রায়ানের কাছে
    সোনা হতে ধান সব পণ্যেরই
        ব্যবসায়ী সেথা আছে

    নানা ধাতু আসে নানা দেশ থেকে
        বাংলার কারিগরে
    করে রপ্তানী সৃষ্টি তাদের
        পৃথিবীর ঘরে ঘরে

    সেন মহাশয় করেন আমদানি
        দস্তা বিদেশ থেকে
    দত্তজা তাঁর বিশেষ বন্ধু
        তাঁকে দেন বেছে দেখে

    ভাগীরথী তীরে দত্তেরও বাড়ি
        ক'যোজন দক্ষিণে
    এই তিন মাসে জমে থাকা মাল
        নিশ্চয় নেবে কিনে

    মাঝিদের দল অতি বিশ্বাসী
        মালেক আলি সর্দার
    বুড়ার হুকুমে সাজালো মাঝিরা
        সাতটি ডিঙাতে ভার

    ছাড়বার আগে সকলে দাঁড়িয়ে
        নেয় বদর-এর নাম
    অচেনা কে এক জটাধারী ডাকে
        ও মালেক বাবা থাম

    ওদিকেই যাব সেন মহাশয়
        দেন যদি অনুমতি
    রসদ ডিঙায় বসে চলে যাই
        উপকার হয় অতি

    সাধুবাবা হই প্রাতঃপ্রণাম
        নিশ্চয় নিশ্চয়
    আপনি যাবেন কি সৌভাগ্য
        কষ্ট যেন না হয়

    কর্তা আমরা সব দেখে দেব
        আপনি ঘরেতে যাও
    বদর বাবাজী নিজেই এসেছে
        দিই পাড়ি আমরাও

    ভাঁটার টানেতে ছোটে পোতগুলি
        না কোনো ঝড় বাদল
    শরের বনেতে নেমে গেল সাধু
        চলে মালেকের দল

    সাঁঝে চলে তারা ভয় নেই প্রাণে
        মাল্লারা জাতে মৃধা
    খাওয়া দাওয়া করে আটটি নৌকো
        আঁধারে করে না দ্বিধা

    দত্তজা নিজে এলেন ঘাটেতে
        কর্তা নাও সেলাম
    মালগুলি সব খুলে দেখো নিজে
        এতখানি দূর এলাম

    পাহারা বসুক আজ রাতটুকু
        মালেক তোমরা সবে
    চলে এসো মাছ ভাত খেয়ে নাও
        সব কাজ কাল হবে

    ঘুম হলো ভালো তাহলে এবার
        মাল দেখে নিই খুলে
    ও মালেক তুমি এ কি এনেছো হে
        কোথা এলে পথ ভুলে

    দস্তা নয় তো এ যে খাঁটি রুপো
        বিদেশেই পাওয়া যায়
    কি পাঠালো সেন কাকে বা পাঠালো
        ওই বা কোথায় পায়

    যা এনেছো বাপু সুবাদারকেও
        কিনে ফেলা যায় তাতে
    যাও ফিরে নিয়ে ছিপ দেব দুটো
        পাহারা থাকবে সাথে

    ফেরত পাঠালো কুবেরের ধন
        নেই মনে লোভ কাম
    ভৈরব চাঁদ দত্ত মেদিনী-
        শঙ্করপুরে ধাম

    এর মাঝে সেই দিনই রাত্রে
        স্বপ্ন দেখেন সেন
    উজ্জ্বল এক জ্যোতি চারিদিকে
        মহাদেব এসেছেন

    শোনো মহাশয় স্বয়ং লক্ষ্মী
        আসছে তোমার ঘরে
    সৎ পথে থেকে ব্যবসা করেছ
        ধনে যাবে ঘর ভরে

    মূলধন আরো পাবে অচিরেই
        কোনো বাধা থাকবে না
    ঘুচিও যতেক লোকের কষ্ট
        শুধো গরীবের দেনা …….

    শিবমন্দির আজও সেথা আছে
        লোকে জাগ্ৰত মানে
    কর্ণ হরিশ্চন্দ্রকে সেন
        ছাড়িয়েছিলেন দানে

    স্বর্ণবণিক কে সে ব্যবসায়ী
        অমন দাতা ছিলেন
    আজও প্রবাদ বলে লাগে টাকা
        দেবেন গৌরী সেন



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ দীপঙ্কর ঘোষ
  • মুক্তোবিবি | সেন মহাশয়
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)