• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | Rabindranath Tagore | বিবিধ
    Share
  • রবীন্দ্রসঙ্গীত -- কাকলি রায় : কাকলি রায়

    আমার একটি কথা বাঁশি জানে, বাঁশিই জানে॥

    গীতবিতান-সূত্রঃ প্রেম, ২৯৪
    পথে চলে যেতে যেতে কোথা কোন্‌খানে

    গীতবিতান-সূত্রঃ পূজা, ৫৭২
    তুমি যে আমারে চাও আমি সে জানি।

    গীতবিতান-সূত্রঃ পূজা, ২৯৮
    চরণরেখা তব যে পথে দিলে লেখি

    গীতবিতান-সূত্রঃ প্রেম ও প্রকৃতি, ৭৬
    কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে।

    গীতবিতান-সূত্রঃ প্রেম, ২৭৮
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)