• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | Shakti Chattopadhyay | কবিতা
    Share
  • 'দুঃখের সমুদ্র থেকে...', শক্তি চট্টোপাধ্যায়ের একটি অপ্রকাশিত কবিতা : Shakti Chattopadhyay


    দুঃখের সমুদ্র থেকে দুঃখের সমস্ত হলো পার
    এই সুখের জীবনে
    যদি কেউ টানে
    অধিকন্তু না জানি এপার
    দুঃখের সমস্ত হলো পার
    অন্য কোনো সুখের বাগানে।

    ২৩/১২/১৯৯১

    "5th All-India Workshop-cum-Seminar / on Police-Public Relations / Calcutta 1991" শিরোনামাঙ্কিত প্যাড-এর কাগজে লেখা এই কবিতাটি 'শক্তিদা' 'পলি আর সুদীপের জন্যে' লিখেছিলেন। নিচে সই ও তারিখ। এই কবিতাটির পাণ্ডুলিপির প্রতিলিপির জন্যে আমরা শিল্পী সুদীপ ব্যানার্জীকে ধন্যবাদ জানাই। এটি এবং পরবাস-এর শক্তি চট্টোপাধ্যায় বিভাগে প্রকাশিত নানা গান, ফটো, এবং আবৃত্তি ইত্যাদি প্রকাশের অনুমতির জন্য আমরা কবি-পত্নী মীনাক্ষী চট্টোপাধ্যায় এবং সম্প্রতি স্বর্গত সমীর সেনগুপ্তর প্রতি অশেষ কৃতজ্ঞ।—সম্পাদক।
    অলংকরণঃ অনন্যা দাশ
    পরবাস, জানুয়ারি, ২০১২
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments