কারহেঞ্জ
অ্যালায়েন্স (Alliance) পশ্চিম নেব্রাস্কায় মাঝারি সাইজের একটি শহর। সেখান থেকে মাইল তিনেক উত্তরে, প্রায় দশ একর জায়গা জুড়ে এই কারহেঞ্জ। ধু-ধু মাঠ ও ভুট্টা খেতের মাঝখানে, কাছাকাছি রাস্তা শুধু হাইওয়ে ৮৭। অ্যালায়েন্সের জনৈক বাসিন্দা জিম রেইনডারস তাঁর বাবার স্মৃতিতে ১৯৮৭ সালে এর পত্তন করেন। তারপর প্রায় পাঁচ বছর ধরে, ডেট্রয়েট থেকে ৩৯টা পুরনো, অকেজো গাড়ি আনিয়ে, সেগুলো মাটিতে পুঁতে বা ঢালাই করে স্টোনহেঞ্জের মতো একটা গঠন তৈরি করেন। স্টোনহেঞ্জের হিলস্টোনের মতো একটা গাড়ি আলাদা পোঁতা—১৯৬২-এর ক্যাডিলাক। সব কটা গাড়ি আমেরিকায় তৈরি আর সবগুলো আগাগোড়া ধূসর রঙে পেইন্ট করা হয়েছে। সম্প্রতি কয়েকটা হলুদ, সাদা ও সবুজ রং করা গাড়িও আলাদাভাবে পোঁতা হয়েছে।
প্রথম প্রথম লোকে খুব হাসিঠাট্টা করেছিল, কিন্তু আস্তে আস্তে কারহেঞ্জের নাম ছড়িয়ে পড়ে। এখন দর্শকের সংখ্যা বেশ বেড়েছে। ঠিক স্টোনহেঞ্জের মতই, ২০১৭ সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণও ঠিক এই কারহেঞ্জের ওপর দেখা গেছিল। ভীষণ ভিড়ও হয়েছিলো সেদিন। এখন একটা নতুন ভিজিটারস সেন্টার তৈরি হয়েছে। পুরনো গাড়ির সুভেনির ইত্যাদির সঙ্গে গরম কফিও পাওয়া যায়।
নতুন বাসিন্দারা