• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৭ | জুলাই ২০২২ | কবিতা
    Share
  • দুটি কবিতা : পীযূষ বন্দ্যোপাধায়


    ইতিকথার পরের কথা

    মৃত্যু মেলেছে পেখম খেজুর গাছের মাথায়,
    বজ্রাহত বৃক্ষটি ক্রমশ জেনেছে
    নিজেরই রসের কাছে সে প্রাক্তন

    পাদমূলের পিঁপড়েরা এতো বড় অবসান
    দেখতে পায় না। তাদের মৃত্যু অতি ক্ষুদ্র; অস্পষ্ট
    ওদের হাওয়া-মোরগ নেই, কোন্‌ দিকে মুখ করে
    শুয়ে পড়ে অশনি কোন্‌ দিকে পা, জানে না কিছুই;
    শুধু শোনে, সনাক্ত করে পাতালঘরে রবি শস্যের
    ভাণ্ডার। জমানো কথার অন্ত্যেষ্টি।

    শত অনীকের সাথে যেতে যেতে ওরা
    হালুয়ার কাছে থামে, থামে মোদকের পাশে
    নদীর উলটো মুখে যায় নদীচিহ্নহীন সন্তরণে

    তথাপি তারা মৃত্যুরও কাছে যায়, যখন
    নৈঃশব্দের গুদামে আগুন লাগে...


    প্রচ্ছন্ন

    রাত, নক্ষত্র পতনে চূর্ণ হয়ে গেছে
    নক্ষত্রের হইহল্লার ছাই মাথা পেতে নিয়ে
    কাপুরুষ কালপুরুষের দিকে চেয়ে ভাবে,
    কী তার সংশোধন? কী-ই বা স্বাধিকার?

    কালপুরুষের হাতে কোদন্ড, সেই হেতু
    পাখি তার কেউ নয়, অঙ্গপ্রত্যঙ্গে পতঙ্গ
    ওড়ে না ওর; অসংখ্য অমূল্য অনুপ্রাস
    কালপুরুষের মুখ হতে শুধু উড়ে যেতে
    দেখে কাপুরুষ

    দেখে, প্রচ্ছন্ন ময়ূর ব’সে কোলে, রাধিকার…


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments