• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৭ | জুলাই ২০২২ | কবিতা
    Share
  • দুটি কবিতা : সুবীর বোস


    ময়দানে একা – ১

    ছেঁড়া মেঘ মিশে গেলে এক ফালি গাঢ কোলাহলে
    মনে পড়ে স্কুলমাঠ, চিলেকোঠা, ঠিক ও বেঠিক
    তখন আবেগগুলো ঢেউ ভেঙে অচেনা আঁচলে
    বৃষ্টি লেখে, একান্তে জলজ হয় - শরীর-মাফিক

    এভাবে আঁচল ছুঁলে মনে মনে অশান্ত খেলায়
    কব্জির নিঝুম খোঁজে নাভিমূল, নিপুণ দুপুর
    অভ্যাস গভীরে সেই তুলে আনা তুমুল বেলায়
    মনন জ্বরের ঘোরে খোঁজে শুধু হেমন্ত নূপুর

    হেমন্ত কোলাজ থেকে উঠে এলে আদর নিবিড়
    কব্জির নিঝুম খোঁজে আবেগের অক্ষর শিবির।


    ময়দানে একা – ২

    আলের পাশে অনামিকা অনন্ত একপেশে
    শীতের দোষে খুব বিষণ্ণ আমায় রাখে দূরে
    অনর্গল এক পিঁপড়ে ধারা তাই কি দিনের শেষে
    ছড়িয়ে পড়ে এই প্রেমিকের শ্বাসপ্রশ্বাস জুড়ে

    ঘড়ির কাঁটায় এলিয়ে থাকা অভিমানের মতো
    সূর্যাস্তের করিডরে গল্পেরা ভিড় করে
    লুকিয়ে রেখে অনামিকার আদর দাগের ক্ষত
    স্মৃতিমেদুর একলা আমি পুড়ি গোপন জ্বরে

    আমিও জানি শীতের এসব ধরাবাঁধা গতে
    কেমন করে শরীর কাঁপে স্নানের শব্দ পেলে
    অনামিকা, জটিল যখন প্রান্ত ভবিষ্যতে্র
    এস এ শীত পুড়িয়ে বাঁচি নষ্ট আগুন জ্বেলে।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)