• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৭ | জুলাই ২০২২ | কবিতা
    Share
  • মাসারিকোভা হোটেল: প্রাগ : নিরুপম চক্রবর্তী

    ‘ভাতস্লাভ হাভেলের শেষতম নাটকের স্টেজ এটি; ইহাকে হোটেল বলে কেহ কেহ জানে।’
    এমতি বলিয়া সেই স্বর্ণকেশী বালিকাটি মাসারিকোভা হোটেলের আলোছায়া মাখা রিসেপশনে
    আমাকে প্রদান করে দু-দুখানি চাবি আর মন্ত্রপূত একটি কাগজ।
    কিংকর্তব্যবিমূঢ় আমি সে কাগজে রেখাগুলি দেখি: লাল, নীল, হলুদ, সবুজ তথা গৈরিকের নিগূঢ় সংকেতে,
    অজানা রহস্য কিছু? জানিনা তো!
    বালিকা হাসিয়া উঠে: ‘তোমার কক্ষের সংখ্যা তিন-এক-তিন, অথবা বলিতে পারো তিনশত তের, তোমার পথের রং লাল, ও কাগজ পথ নির্দেশিকা – তেমন জটিল কিছু নয়!’

    এরপরে প্রাচীন সিঁড়িটি। তৃতীয় স্তরেতে উঠি: চতুর্দিকে রঙিন দেওয়াল! আমার পথের রং লাল, আমার দেওয়াল তাই লাল। চতুর্দিকে ভিন্ন রং, খুঁজিতে বিলম্ব হয়, রক্তিম করিডরগুলি
    নানাদিকে চলে যায়, খুঁজিতে খুঁজিতে আমি চলি।

    কেমন নাটক তুমি লিখিয়াছো, এ কেমন স্টেজ তুমি বানায়েছো, নাট্যকার ভাতস্লাভ হাভেল? অজস্র মাইল হাঁটি, রক্তিম দেওয়াল দেখি শেষ হয়, অন্ধ গলি শেষ হয়, ডেড এন্ড ইহাকেই বলে!
    আবার খুঁজিতে থাকি, প্রাণপণে, রক্তিম দেওয়ালগুলি দৃশ্যমান নাই আর: গলিপথে হলুদ দেওয়াল!

    আমি ক্লান্ত। সুদীর্ঘ যাত্রা শেষে এইদেশে আসিয়াছি, নাট্যকার, রাষ্ট্রপতি ভাতস্লাভ হাভেল। এ কোন নাটক তুমি রচিয়াছো হোটেলের নামে? লাল পথ দৃশ্যমান নয় আর; মেঝেতে রক্তবর্ণ চিহ্ন কিছু তবু রাখা আছে। এ কি শোণিতের ফোঁটা? জানা নাই। যেহেতু এ রক্তবর্ণ আমাকে দিয়াছে ওই স্বর্ণকেশী বালিকাটি, আমি সেই চিহ্নগুলি খুঁজে চলি, ক্রমশ হারায়ে যাই ছমছমে অন্ধকারে সুবিশাল অট্টালিকাটিতে।

    সামনে দরোজা এক, তার পরে দ্বিতীয়টি, তার পরে অজস্র দুয়ার। অবশেষে দাঁড়ায়েছি বন্ধ এক দরোজার কাছে। মন্ত্রপূত কাগজ দেখিয়া যেন মনে হয়, ইহারই অন্দরে আছে তিন-এক-তিন, যে কক্ষটি এখানে আমার।

    আমার চাবিটি দেখি দরোজার গহ্বরেতে ঘুরিতে চাহেনা! একবার, দুইবার, বারবার প্রচেষ্টার পরে,
    দিশাহারা আমি ওই দরোজাকে গালি দিই, শব্দহীন আধো অন্ধকারে।

    মুহূর্তে ঘুরিতে থাকে চাবিখানি, অজানা ম্যাজিকে কোনও, দরোজা খুলিয়া যায় অতি অনায়াসে।

    আরও এক করিডর এর পরে: স্বর্ণকেশী বালিকাটি সম্মুখের দেওয়ালেতে, বিস্ফারিত চক্ষু মেলে, আমার দিকেতে চেয়ে আছে!


    অলংকরণ (Artwork) : ফোটোঃ লেখক
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments